নগরীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াজ গ্রেপ্তার – দৈনিক আজাদী

নগরীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াজ গ্রেপ্তার – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “গ্রেপ্তারকৃত রিয়াজের বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালতে তার পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি খুন, একটি বিস্ফোরক দ্রব্য ও একটি হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন আছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।

Explore More Districts