নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত – দৈনিক আজাদী

নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত – দৈনিক আজাদী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তামিম নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৪ টায় দিকে চট্টগ্রাম নগরীর সিইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তামিম বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চাপাছড়ি সৈয়দ জুম্মুুন মিয়াজির বাড়ির বাসিন্দা সৈয়দ নেজাম উদ্দীনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজারচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ও ইউপি সদস্য মনজুরুল ইসলাম জানান, পেশায় ছাত্র মোহাম্মদ তামিম বিকালের দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পথে নগরীর সিইপিজেড থানার মাইলের মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন। তার লাশ বাঁশখালী আনার প্রস্তুতি চলছে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে পিতা সৈয়দ নেজাম উদ্দীন স্ট্রোক করেছে বলে জানা যায়।

Explore More Districts