নগরীতে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার – দৈনিক আজাদী

নগরীতে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার অভিযানে ১৬০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ রাজীব রবি দাশ (৩০) ও লিনটু বসনু (৩৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) থানা সূত্রে জানা যায়, নগরীর চট্টেশ্বরী রোডস্থ মুচিপাড়া এলাকা থেকে তারা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ঘটনার সাথে জড়িত নয়ন রবি দাশ নামে আরেক মাদক কারবারি পলাতক রয়েছে।

গ্রেফতার রাজীব রবি দাশ চট্টগ্রামের চকাবাজার থানাধীন দামপাড়া ব্যাটারিগলি এলাকার মনু রবি দাশের ছেলে ও লিনটু বসনু চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন ওসমানীর টেক এলাকা মৃত বিজয় বসনুর ছেলে।

চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, আসামিদের বিরুদ্ধে রুজুকৃত নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ধৃত আসামি রাজীব রবি দাসের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা ও সিএমপির চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের দুটি মামলা এবং আসামি লিনটু বসনুর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং পলাতক আসামি নয়ন রবি দাশের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় ও সিএমপির চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, নগরীর চকবাজার থানার একটি অভিযানিক দল ডিসেম্বরের ১৫ তারিখ সন্ধ্যায় ৭টা হতে রাত ৯টা পর্যন্ত চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডস্থ মুচি পাড়া রবি দাস কলোনির জনৈক টিপুর ভাড়াটিয়া রাজীব দাসের ঘরে অভিযান পরিচালনা করে এক হাজার ছয়শত পাঁচ লিটার দেশী তৈরি চোলাইমদসহ রাজীব রবি দাশ ও লিনটু বসনুকে গ্রেফতার করে।

ধৃত আসামিদ্বয় তাদের পলাতক সহযোগী নয়ন রবি দাশসহ পরস্পর যোগসাজসে ও সহযোগিতায় উক্ত দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্য ঘটনাস্থলে এনে মজুদ রেখেছে।

তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যম হতে দেশীয় তৈরী চোলাইমদ সংগ্রহ করে মুচি পাড়ায় তাদের নিয়ন্ত্রণে মজুদ করতঃ সুবিধামত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

Explore More Districts