৩০ December ২০২৪ Monday ১০:৩৮:২০ PM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড এলাকায় হাবিবুর রহমান (৬১) নামের এক বৃদ্ধকে মারধর করেছে তার ভাই ও সন্তানরা। শনিবার সন্ধ্যা ৬ টায় ও রবিবার রাত ৯ টায় দুই দফায় তাকে মারধর করা হয়।
আহত বৃদ্ধ ঐ এলাকার ফয়জর আলী হাওলাদার ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ২০০৯ সালে ফায়ার সার্ভিসের চাকরি থেকে অবসর নেয়। চাকরির থেকে পাওয়া সমস্ত টাকা ছেলে-মেয়ে ও পরিবারের সবার মাঝে ভাগ বাটোয়ারা করে দেয়। বর্তমানে তার খোঁজখবর কেউ নেয় না। বড় সন্তান চায় সে বিবাহ করুক তাই অন্যান্য সন্তানরা পরিকল্পিতভাবে হামলা চালায়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |