স্টাফ রিপোর্টার : কেএমপি’র হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে জিরোপয়েন্ট মোড় থেকে ১টি ব্যাটারী চালিত ভ্যান এবং ব্যাটারী চালিত ১টি রিক্সার অংশসমূহ উদ্ধার করেছে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ইমরান হোসেন (২০), ইসমাইল (১৯) ও মামুন সরদার(২০)।
এছাড়া সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে আরামবাগ দীরাজের ভাড়া বাড়ি থেকে অনলাইন জুয়া খেলার সময় ৫ জনকে আটক করেছে। তারা হলেন মোঃ সালাউদ্দিন (৩০), দীরাজ গাজী (৩৫), শফিকুল ইসলাম (৩৩), কামরুল ইসলাম (৩৭) ও মনিরুল ইসলাম (৩৮)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
