স্টাফ রিপোর্টার: নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির (পদ সৃজনের মাধ্যমে) দাবিতে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যেসব নকল নবীশদের নাম তালিকাভুক্ত হয়নি, তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এই দাবিকে কেন্দ্র করে খুলনা বিভাগীয় “পরবর্তী করণীয়” শীর্ষক এক বিভাগীয় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার (১৯ এপ্রিল) নড়াইল শহরের ব্রেস্ট কমিউনিটি সেন্টারে। আয়োজক ছিল বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন এবং বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের খুলনা বিভাগীয় কমিটি।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি মোঃ আলী আকবর এবং সঞ্চালনা করেন নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরকার এবং অর্থ সম্পাদক রুবেল পারভেজ।
সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য—বটিয়াঘাটা থেকে মহিবুল, মনিরামপুরের শীষ মুহম্মদ, চুয়াডাঙ্গার জাহিদুল হাসান, মাগুরার মনিরুল ইসলাম, এবং বাগেরহাটের সোহেল।
বক্তারা বলেন, নকল নবীশরা বহু বছর ধরে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করে এলেও এখনো পর্যন্ত তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি, যা একটি চরম বৈষম্যের উদাহরণ। তারা দ্রুত পদ সৃজন করে চাকরি স্থায়ীকরণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এই বিভাগীয় সভায় খুলনা বিভাগের অন্তর্গত ১০টি জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।