নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

– Advertisement –

মো. সুখন, নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার গনপদ্দী ইউনিয়নে খারজান এলাকায় এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক ও ইউপি সদস্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও এইও কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা।

এসময় বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় প্রায় একশ’ কৃষক-কৃষাণীসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

– Advertisement –

Explore More Districts