নওয়াজের বিরুদ্ধে ‘বড় গলা’ করা ইমরানের ঘনিষ্ঠরাই এখন আলোচনায়

নওয়াজের বিরুদ্ধে ‘বড় গলা’ করা ইমরানের ঘনিষ্ঠরাই এখন আলোচনায়

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশ্বাস আসলে কতটা বাস্তবে রূপ নেবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। কারণ ইমরান খানের ঘনিষ্ঠদের নাম প্যান্ডোরা পেপারসে আসার পর দুর্নীতির বিরুদ্ধে ইমরান খানের সোচ্চার হওয়ার স্লোগানকে আর বিশ্বাস করতে পারছেন না বিরোধী দলের নেতারা। অনেকে মনে করছেন, আসলে এসব স্লোগান লোক দেখানো আর ক্ষমতায় টিকে থাকার উপায় মাত্র। ইমরান খানের জবাবদিহির স্লোগান ‘মেকি’ কি না সেই প্রশ্ন তুলেছেন পিপিপির নেতা আরেক নেতা শেরি রেহমান।

তবে এটা বলতেই হয়, পানামা পেপারসে নওয়াজের পরিবারের সদস্যদের নাম আসার পর বিরোধীরা যেভাবে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করেছিলেন, এবার সেই পরিবেশ সৃষ্টির মাধ্যমে ইমরান খানকে চাপে রাখার চেষ্টা করছেন বিরোধীরা নেতারা।

গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। খবরে বলা হয়েছে, প্যান্ডোরা পেপারসে যেসব মন্ত্রী ও তাঁদের সহযোগীদের নাম এসেছে, তাঁদের পদত্যাগে বাধ্য করা এবং সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। বর্তমানে পিএমএল-এন পাকিস্তানের প্রধান বিরোধী দল।

Explore More Districts