নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

লক্ষ্মীপুরের রামগতিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মো. রাকিব ওরফে রাব্বি নামে এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রামগতি থানায় মামলা দায়ের করেন। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে একা ঘরে পেয়ে তাকে ধর্ষণ চেষ্টা চালায় ওই যুবক। অভিযুক্ত রাকিব সম্পর্কে ওই প্রবাসী স্ত্রীর চাচাতো দেবর। তারা দু’জনই রামগতির চর বাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের বাসিন্দা। 

এদিকে এ ঘটনায় মামলা দায়েরের পর বিভিন্ন হুমকি এবং নিরাপত্তাহীনতায় ভূগছে বলে অভিযোগ করেন ওই নারী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। তিনি শ্বশুর-শাশুড়ী এবং দুই সন্তানকে নিয়ে একা একটি বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন তার শ্বশুর-শাশুড়ি এবং ৫ বছর বসয়ী বড় মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। ঘরে ওই গৃহবধূ তার দেড় বছরের ছেলেকে নিয়ে ছিলেন। এদিন দুপুর ১ টার দিকে তার চাচাতো দেবর রাকিব হোসেন তার ঘরে ঢুকে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তিনি শোর চিৎকার

করলে রাকিব পালিয়ে যায়। 

গৃহবধূ বলেন, ঘটনার পর আমি প্রথমে ৯৯৯-এ কল দিই। কিন্তু কল না ঢুকায় রামগতি থানায় কল দিয়ে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশের পরামর্শে থানায় মামলা দায়ের করি। কিন্তু এরপর থেকেই রাকিবের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। বুধবার সন্ধ্যায় তার ভগ্নিপতি রিংকু এসে আমাকে হুমকি দিয়ে গেছে মামলা প্রত্যাহার করার জন্য। আমি বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং ছোট ছেলে-মেয়েকে নিয়ে একা বাড়িতে বসবাস করি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিব হোসেনের মোবাইল ফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি সংযোগ কেটে দেন। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Explore More Districts