ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবিরের গণ ইফতার

ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবিরের গণ ইফতার

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রথম বারের মতো গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শনিবার (২৯ মার্চ)  মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতারের আয়োজন করা হয়।এসময় প্রায় ৫০০ জন মানুষের  জন্য গণ ইফতারের ব্যবস্থা করা হয়।

 জাহানাবাজ মাদরাসা থানা শাখার সভাপতি হাফেজ আল আমিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাও আনিছুর রহমান,সাতক্ষীরা শহর শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ সাদ্দাম, সাতক্ষীরা ইঞ্জিনিয়াস ফোরামের সভাপতি মোঃ মারুফ বিল্লাহ,  আবুবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলনা ওসমান গনি, ধূলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন,মাজলেসুর মুফাসসিরিন সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী,জামায়াতে ইসলামীর ৮ নং ধুলিহর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আনারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধূলিহর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করীম প্রমুখ।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী রুহুল কুদ্দুস বলেন, সকল সিনিয়ার, জুনিয়ার ও সাবেক ভাইদের নিয়ে এক মিলন মেলা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার কর্মসূচি আয়োজন করার জন্য।’

মাদ্রাসা শাখার ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আল আমিন  বলেন, ‘ আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Explore More Districts