সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা শুক্রবার রাতে সিলাম গোল্ডেন ফিউচার একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিককের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাৎ খান, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ ফাহিম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, সাহেদ আহমদ, এনামুল হক, সিলাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম মাসুম মেম্বার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল হক মেম্বার, বিএনপি নেতা জয়নুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজমল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব পদপ্রার্থী আরিফুর রহমান তারেক, মিজানুর রহমান মিজান, ফাহাদ আহমদ আবির, আরিফুল হক রনি, হুসেন আহমদ, বদরুল ইসলাম, সানুর আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, গণতন্ত্রে উত্তরণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ প্রতারিত হয়নি। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। একাত্তর ও ছব্বিশের পরাজিত শক্তিরা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবারও দেশে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। নির্বাচন বানচালের জন্য স্বাধীনতা বিরোধী শক্তি পিআর পদ্ধতির দাবি আদায়ের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার সংবলিত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।