ধানমণ্ডির সড়ক গাছ রক্ষা আন্দোলন; কবিতা আর গানেগানে চলছে প্রতিবাদ

ধানমণ্ডির সড়ক গাছ রক্ষা আন্দোলন; কবিতা আর গানেগানে চলছে প্রতিবাদ

কবিতা আবৃত্তি আর গানেগানে আজও রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কের বিভাজকের গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন সংগঠন।

সোমবার (১৫ মে) বিকেলে সাতমসজিদ সড়কের পাশে আবাহনী মাঠ এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংহতি প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ‘তেঁতুলতলা সহযাত্রী সাংস্কৃতিক গোষ্ঠী’। এ সময় তারা প্রতিবাদী কবিতা, এককও দলীয় গানের মাধ্যমে গাছ কাটার প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের দাবি, গাছ, প্রাণ ও প্রকৃতি ধ্বংস করা উন্নয়ন নগরবাসী চায় না। গাছকে গাছের জায়গায় রেখে বিকল্পভাবে উন্নয়ন করতে হবে। এ সময় সিটি করপোরেশনকে গাছ কাটা বন্ধের আহ্বান জানান তারা। অন্যথায়, গাছ কাটার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা৷

এ সময় আগামীকাল মঙ্গলবার (১৬ মে) শিশুদের চিত্রাঙ্কন মাধ্যমে গাছ কাটার প্রতিবাদের ঘোষণা দেন তারা।

/এসএইচ

Explore More Districts