বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে তৃতীয় শ্রেনীর
স্কুল ছাত্রী ৮ বছরের শিশু ধর্ষনের শিকার হয়ে মৃত স্কুল ছাত্রীর লাশ আজ বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টায় হেলিকাপ্টার যোগে মাগুরায় আনা হয়। এর পর নোমানী ময়দানে
নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় হাসনাত আব্দুল্লাহ ,
সারজিস আলম , মাওলানা মামুনুল হক , জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম , জেলা
বিএনপির আহবায়ক আলী আহম্মেদ , সদস্য সচিব মনোযার হোসেন খান , জেলা
জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকের . ঢাকা সহানগর দক্ষিন যুবদল সাধারন
সম্পাদক রবিউল ইসলাম নয়ন সহ রাজনৈতিব নেতৃবৃন্দ , সরকারী কর্মকর্তাসহ
বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে
মৃত শিশুর লাশ তার বাড়ি মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে নেওয়া হয়। পরে
সোনাইকুন্ডি গ্রামের গোরস্তানে দাফন করা হয়।
উল্লেখ্য , মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় একটি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশু কন্যা মাগুরা শহরতলীর
নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষিতর্ হয়। তাকে
প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায়
ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়।
সে সিএমএইচ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে
মারা যায় ।
ভিকটিমের মা আয়েশা বেগম বাদী হয়ে ৪জন কে আসামী করে মাগুরা সদর থানায়
একটি মামলা দায়ের করেছেন। মৃত শিশুটির দুলাভাই সজিব শেখ , তার বড় ভাই রাতুল
শেখ, সজিব শেখের বাবা হিটু শেখ এবং সজিবের মা জাহেদা খাতুন ।
আসামীরা জেল হাজতে রয়েছে।
পোষ্ট শেয়ার করুন