যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত ডাকসু চায় ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো । তাদের সকলেরই দাবি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।
রবিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ডাকসু সংস্কার ও নির্বাচন বিষয়ক এক সংলাপে এমন কথা জানান বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা। ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, সাবেক ডাকসু নেতা ও প্রশাসনের পক্ষ থেকেও সংলাপে অংশ নেওয়া হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আমরা একটি কার্যকরী ছাত্র সংসদ চাই। তিনি বলেন, অনেকে দাবি করে ছাত্রদল মনে হয় ডাকসু নির্বাচন দেরিতে চায়। কিন্তু এটি সত্য নয়। আমরা এর যৌক্তিক গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চাই।
অন্যদিকে এই মাসের ১৫ তারিখে মধ্যে ডাকসুর রূপরেখা ঘোষণার দাবি জানান ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ । তিনি বলেন, এত ফর্মালিটিজের দরকার নেই, এর মৌলিক সংস্কারটুকু করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হোক।
বিজ্ঞাপন
সংলাপে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাইন আহমেদ বলেন, ছাত্র সংগঠনগুলোর সংস্কার প্রস্তাবনার জন্য নির্বাচন দিতে দেরি হচ্ছে এমনটি বলার সুযোগ নেই। এতটুকু সংস্কারে এত সময়ক্ষেপণ হওয়ার কথা না।
সংলাপে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলো শিথিল করা হোক। আমরা দেড় দুই মাসের মধ্যেই যেন নির্বাচন দেওয়া হয়।
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, এত বড় অভ্যুত্থান একটা চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কেউ কিছু করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন তাহলেই বাংলাদেশকে বাঁচানোর সম্ভাবনা থাকবে। এই ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডাকসুতে যাঁরাই জয়ী হবে, দেশের মানুষ ভাববে আগামী নির্বাচনে তাঁরা বিজয়ী হবে। তিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ডাকসু আমাকে সম্মান দিয়েছে কিন্তু প্রশাসন আমাকে অপমান করতে ছাড়েনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ধরন বিষয়ক কমিটির সদস্য অধ্যাপক শামীম রেজা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ছাত্র সংসদ অন্তর্ভুক্ত করতে হবে। ডাকসুকে অ্যাকাডেমিক পার্ট এবং বছরব্যাপী কাজের অংশ হিসেবে দেখতে হবে৷ তিনি বলেন, একবার সংস্কার করে রেখে পরবর্তীতে আর সংস্কার করা লাগবে না বিষয়টি এমন নয়, বরং প্রতি পাঁচ বছর পরপরই পর্যালোচনা করতে হবে, এটিকে সবসময় যুগোপযোগী রাখতে হবে।
সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও ডাকসু সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সব অংশীজনদের সঙ্গে কথা বলছি। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।