দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সাঁড়াশি অভিযান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সাঁড়াশি অভিযান





চট্টগ্রামে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গুদামজাতকরণ ঠেকাতে প্রয়োজনে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল সকালে নগরীর সার্কিট হাউসে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধকল্পে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। দেশের বৃহত্তম খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে অভিযান চালানো হচ্ছে। উপজেলাগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনওরা বাজারগুলোতে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ীদের স্বস্ব গুদাম বা গোডাউনের হালনাগাদ তথ্য প্রদানের জন্য একটি ‘গণবিজ্ঞপ্তি’ প্রচারের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেয়া হয়। গণবিজ্ঞপ্তি প্রচারের পর সুনির্দিষ্ট গোডাউন বা গুদাম ব্যতীত অন্য কোনো জায়গায় এসব পণ্যের গুদামজাত করার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের জেলসহ শাস্তির আওতায় আনা হবে। ভোক্তা সাধারণকে এসব পণ্য ১২ কেজির অধিক ক্রয় করে সংকট সৃষ্টি না করার জন্য সভায় অনুরোধ করা হয়। জনপ্রতিনিধি ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ সকলের মতামতের ভিত্তিতে আমদানিকারকদের নিয়ে জরুরি ভিত্তিতে ১টি সভা আহ্বান করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।

সভায় ৮বিজিবির কমান্ডিং অফিসার বলেন, ব্যবসায়ী মহল থেকে গুদামের প্রাপ্ত তালিকার বাইরে অন্য কোনো স্থানে গুদামজাত করছে কিনা সেটা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদারকি করা হবে। পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের নিয়ে একটি সভা করতে পারে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করতে পারে। আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি সভায় জানান।




Explore More Districts