মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের প্রয়াত পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসুফি তোয়াজ উদ্দিন আহমেদ (রঃ) এর ৩১ তম ওফাত দিবস উপলক্ষে ইসালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব থেকে বাদ এশা পর্যন্ত আলোচনা সভা, হালকায়ে জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দ্বারিয়াপুর দরবার শরীফের মুরিদান কমিটির সভাপতি বাংলাদেশসুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের খড়কী দরবার শরীফের পীর আলহাজ্ব কামরুল হাসান।
প্রধান বক্তা ছিলেন ডোবড়ার পীর ড. খালিদ বিন নাসির। দ্বারিয়াপুর দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর শাহ আবুল মনযর মুহম্মদ আরিফ বিল্লাহ মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাওলানা আবদুস সবুর, সিনিয়র সাংবাদিক বশির আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে হালকায়ে জিকির, মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোষ্ট শেয়ার করুন