দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক

দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রোববার (১২ অক্টোবর) বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে মাঝনদীতে মতিউর রহমান ও এনায়েতপুরী নামে দুটি ফেরি আটকে পড়ে।
এছাড়া পাটুরিয়াঘাটে চারটি এবং দৌলতদিয়াঘাটে তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থানে ছিল। একই কারণে ভোর ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘন কুয়াশার প্রকোপ কমে আসায় আজ সকাল সাড়ে ৭টার দিকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে পৌঁছায় এবং অপেক্ষমাণ যানবাহনের পারাপারও শুরু হয়েছে।
ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ায় চারটি ঘাটে অপেক্ষমাণ যানবাহন দ্রুত পারাপার করা হচ্ছে।

Explore More Districts