দৌলতদিয়ার পদ্মা নদীতে লাফিয়ে পড়া ব্যক্তি উদ্ধার |

দৌলতদিয়ার পদ্মা নদীতে লাফিয়ে পড়া ব্যক্তি উদ্ধার |

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে লাফিয়ে পড়া একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি। পরবর্তীতে তাকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে অবস্থানরত হাসনাহেনা নামক ফেরি থেকে এক ব্যক্তি নদীতে লাফিয়ে পড়ে। নদীতে ভেসে থাকা ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) লুৎফর রহমান এর নেতৃত্বে দৌলতদিয়া নৌ পুলিশ। পদ্মা নদীর কলাবাগান এলাকার নিচে সিএন্ডবি পয়েন্ট থেকে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তি শ্যামলা বর্ণের, পরনে লুঙ্গি, হাফ হাতা শার্ট এবং কোমরে গামছা বাঁধা ছিল। মুখে দাড়ি ছিল না। উদ্ধার শেষে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা  রাজবাড়ী বার্তা ডট কমকে  জানান, উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার লক্ষিপুরা গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মোঃ আক্কাছ (৪০)। খবর পেয়ে তার আপন চাচা রাজা মোল্লা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে লিখিত আবেদন করেন এবং ভাতিজাকে জিম্মায় নেওয়ার আবেদন জানান।
উল্লেখ্য, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সাধারণ ডাইরী নং-৩১৩, তারিখ- ১৫/০৯/২০২৫ খ্রিঃ মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মোঃ আক্কাছকে তার চাচা রাজা মোল্লার জিম্মায় হস্তান্তর করা হয়।

Explore More Districts