৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৬:২৮:০৩ অপরাহ্ন |
ভোলার দৌলতখানে গভীর রাতে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার(৬ ডিসেম্বর) দিবাগত রাত পোনে দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে সাতবাড়িয়া স্কুলের সামনের ব্রিজের ওপর পার্কিং করে রাখা মাইক্রোবাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। গভীর রাতে মাইক্রোবাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মাইক্রোবাসটির মালিক মোঃ রাশেদ। তিনি চরখলিফা ৭ নং ওয়ার্ডের মীর হোসেন মাষ্টার বাড়ির জামালের ছেলে। ৭ মাসে পাূর্বে তিনি পুরনো এই মাইক্রেবাসটি ক্রয় করে ভাড়ায় চালান। গত ৩ দিন ধরে বাড়ির কাছে ব্রিজের ওপর গাড়িটি পার্কিং করে রাখা ছিল।
মোঃ রাশেদ নিজেকে একজন বিএনপির কর্মী দাবি করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার গাড়িতে আগুন লাগাতে পারে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সত্য রঞ্জন খাসকেল ইনকিলাবকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |