দোহারে বিএনপি নেতার মৃত্যু নিশ্চিতে গুলির পর কয়েকবার কোপানো হয়: পুলিশ

দোহারে বিএনপি নেতার মৃত্যু নিশ্চিতে গুলির পর কয়েকবার কোপানো হয়: পুলিশ

স্বামী হত্যার বিচার দাবি করে হারুনুর রশিদের স্ত্রী শিক্ষক নাহিদা পারভীন বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই আমার স্বামীর জীবনে কাল হয়েছে।’ এ প্রসঙ্গে হারুনুরের ছোট ভাই আবদুল মান্নান বলেন, ‘আগামী ইউপি নির্বাচনে নয়াবাড়ী থেকে আমার ভাইয়ের (হারুনুর) চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা ছিল। এ ছাড়া এ অঞ্চলের কিছু বালু ও মাটি ব্যবসায়ীর অন্যায় কাজকে আমার ভাই প্রশ্রয় না দেওয়ায় তাঁকে একটি মহল পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

কে বা কারা এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত, তা নিশ্চিত করে জানাতে পারেননি পরিবারের সদস্যরা। হারুনুরের ভাতিজা শাহিন বলেন, কে বা কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ বিষয়ে নির্দিষ্ট করে আপাতত কিছু বলা যাচ্ছে না। তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছুদিন ধরে নোয়াখালীতে বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই জেরে এ হত্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

Explore More Districts