ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, কিয়েভের বাহিনী এখন দৈনিক ১০০ জনের বেশি সেনা হারাচ্ছে এবং ৫০০ জন আহত হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এই মন্তব্য করেছেন। জেলেনস্কির এই সাক্ষাৎকার গতকাল প্রচারিত হয়েছে। বুধবার (১ জুন) দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত কঠিন, আমরা প্রতিদিন ৬০-১০০ জন হারাচ্ছি এবং অন্তত ৫০০ সেনা আহত হচ্ছে। তাই আমরা আমাদের প্রতিরক্ষামূলক পরিধি ধরে রাখছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতি হচ্ছে পূর্ব ইউক্রেনে এবং দক্ষিণ দোনেতস্ক এবং লুহানস্কে।’ সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন এবং এর জনগণ ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের ‘প্রতিরক্ষামূলক পরিসীমা’।
এছাড়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমাদের বুঝতে হবে অন্ধকার শক্তি কে- সেটি হচ্ছে রাশিয়া। এবং এটা নিশ্চিত রাশিয়া শুধু ইউক্রেনে থেমে থাকবে না অন্যান্য দেশগুলোও ইতোমধ্যে রাশিয়ার হুমকির মুখে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৯৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত আরও বেড়েছে।