দৈনিক স্পন্দন ও গ্রামের কাগজ বৈশাখী ভাতা দেয়ায় জেইউজের ধন্যবাদ

দৈনিক স্পন্দন ও গ্রামের কাগজ বৈশাখী ভাতা দেয়ায় জেইউজের ধন্যবাদ





এবার নববর্ষ ভাতা পেয়েছেন দৈনিক স্পন্দন ও দৈনিক গ্রামের কাগজ সাংবাদিকরা। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনন্দ বাড়িয়ে দিতে এই উৎসব ভাতা দেয়ায় এ দুটি পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে)।

সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন এক বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাস স্বাভাবিক হয়ে এসেছে। যশোরের সংবাদপত্রগুলোর আগের মতো বৈশাখী ভাতা দেবে এটাই স্বাভাবিক। যারা বৈশাখী ভাতা দিয়েছে তাদের ধন্যবাদ। একই সাথে যারা এখনো দেয়নি তাদের ভাতা দেয়ার আহবান জানানো হলো। -সংবাদ বিজ্ঞপ্তি








Explore More Districts