দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে মেধাবীরাই | ctgnews.com

দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে মেধাবীরাই | ctgnews.com
দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে মেধাবীরাই
284347362 545396030545618 2243772384791187898 N

       

Advertisement

জিনিয়াস মেধাবৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে মন্তব্য করে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেছেন, জাতিকে সঠিক বন্দরে পৌঁছে দিতে হলে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলী অর্জন করতে হবে। সুশিক্ষাই কেবল দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে। তাই সবাইকে সুশিক্ষা অর্জনে বেশি মনোযোগী হতে হবে।

শনিবার (১১ জুন) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের দেশের ভবিষ্যত। এদেরকে নানা উৎসাহমূলক প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। শুরু থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব না হলে মেধা ও মননে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী প্রজন্মের মেধা বিকাশে জিনিয়াস ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী বলেন, আজকের মেধাবীরা আগামী দিনের সম্পদ। আজকে যারা ভালো রেজাল্ট করছে তারা একদিন দেশকে নেতৃত্ব দিবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে তারা মেধা ও মননশীলতার পরিচয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। জিনিয়াস ফাউন্ডেশনের সময়োপযোগী এবং শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিশেষ অতিথি আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‘বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্র্য্যমুক্ত, কল্যাণধর্মী রাষ্ট্রে উন্নীত করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নীতির প্রশ্নে অটুট থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ ও দেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।’

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্রের সভাপতিত্বে সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জিনিয়াস প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ জিনিয়াসের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষার মতো গুরুত্বপূর্ণ এ উদ্যোগে আরও বেগবান করার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সহসভাপতি ইমরান বিন ইসলাম, সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, জিনিয়াসের সদস্য সচিব মিয়া এমএ করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ডিআইএম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি আনোয়ারার সাবেক সভাপতি কেএম এরশাদ হোসাইন, প্রধান শিক্ষক রূপন কান্তি শীল, প্রধান শিক্ষক সনজীব মজুমদার, শিক্ষক মৃণাল কান্তি দে, শিক্ষক সুজয় পাল, নাট্যশিল্পী মীর জুবেদ, সাংবাদিক রাজিব শর্ম্মা, সাংবাদিক রুপন দত্ত, বিলকিস আক্তার, হাসান জাহাঙ্গীর, তানজিম আহমেদ প্রমুখ।

সবশেষে অতিথিরা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২১১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, নগদ অর্থ ও পুরস্কার সামগ্রী তুলে দেন।

এনইউএস

Advertisement


CTG NEWS

Explore More Districts