- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- সিদ্ধিরগঞ্জে অটোচালক খুনের ঘটনায় আটক ৭
দেশে ছিনতাই, ডাকাতি ও লুটপাট বেড়ে গেছে : মীর্জা আব্বাস
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ২৫, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
- 13 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমানে দেশে চুরি, ছিনতাই, ডাকাতি ও লুটপাট বেড়ে গেছে। কারা করছে এটা আপনারা জানেন।
নারায়নগঞ্জ জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের পদচারনায় সমাবেশস্থল কানায় কানায় পূর্ন হয়।
তিনি আরও বলেন, বিদেশ থেকে প্রশিক্ষিত লোক এনে বাংলাদেশের বিডিআর ও সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিলো। যারা জেলে আছে তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি । এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও মাসুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ টিটু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সদস্য সচিব মুহাম্মাদ গিয়াসউদ্দিন, কাজী মনিরুজ্জামান, আজাহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির অঅহবায়ক শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব ইউসুফ খান টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ।