দেশে এল Samsung-এর নতুন Galaxy M04; জেনে নিন বুকিং শুরু হবে কবে

দেশে এল Samsung-এর নতুন Galaxy M04; জেনে নিন বুকিং শুরু হবে কবে

গ্রাহকদের জন্য সুখবর! ভারতে লঞ্চ হল Samsung-এর নতুন স্মার্টফোন সিরিজ Galaxy M04। এই নতুন সেটটি Samsung Galaxy M03-এর উত্তরসূরি হিসেবেই বাজারে লঞ্চ করেছে। ফোনের ক্যামেরা, আউটলুক থেকে শুরু করে ব্যাটারি সহ আরও বিভিন্ন ফিচার রয়েছে এই স্মার্টফোনটিতে।

হ্যান্ডসেটটিতে রয়েছে সেলফি স্ন্যাপারের জন্য একটি ওয়াটারড্রপ নচ, দুটি সার্কুলার রিং এবং ডুয়াল ক্যামেরা সেন্সর। এছাড়াও এতে থাকছে এইচডি প্লাস রেজোলিউশন সহ একটি ৬.৫-ইঞ্চি ডিসপ্লে এবং একটি 5000 mAh পাওয়ারের ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি এই স্মার্টফোনটি বাজেট রেঞ্জেই বাজারে লঞ্চ করেছে।

Samsung Galaxy M04 পাওয়া যাচ্ছে চারটি আকর্ষণীয় কালার অপশনে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী মিন্ট গ্রিন, গোল্ড, হোয়াইট এবং ব্লু এই চারটির যে কোনও রঙ পছন্দ করতে পারেন। দাম শুরু হচ্ছে ৮,৪৯৯ টাকা থেকে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল যে গ্রাহকরা আগামী ১৬ ডিসেম্বর থেকে ফোনটি কিনতে পারবেন।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

স্পেসিফিকেশন

Samsung Galaxy M04 স্মার্টফোনটিতে রয়েছে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ও একটি ৬.৫-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz। এছাড়াও ফোনে রয়েছে MediaTek Helio P35 প্রসেসর যা IMG PowerVR GE8320 GPU, ৪ জিবি র‍্যাম এবং ১২ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের র‍্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধে রয়েছে।

ব্যাটারি

এই স্যামসাং হ্যান্ডসেটটিতে Android 12 আউট-অফ-দ্য-বক্স অপারেটিং সিস্টেমের সুবিধে রয়েছে। 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এতে একটি 5000mAh ব্যাটারিও থাকছে। Samsung আগামী দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতিও দিয়েছে।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

কানেকটিভিটির জন্য ফোনে ৪জি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে। অতিরিক্ত সেফটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ডুয়াল ক্যামেরা সেটআপ

Samsung Galaxy M04 সেটের পেছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মধ্যে একটি ১৩ এমপি প্রাইমারি সেন্সর এবং একটি ২ এমপি সেকেন্ডারি লেন্স রয়েছে৷ এরই পাশাপাশি সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনের সামনে একটি ৫ এমপি স্ন্যাপার দেওয়া হয়েছে।

Samsung Galaxy M04 ছাড়াও Samsung Galaxy M13, Samsung Galaxy M33 5G এবং Samsung Galaxy M53 5G ইত্যাদি সেটও বাজারে উপলব্ধ রয়েছে। গ্রাহকরা নিজেদের সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী যে কোনও সেট ক্রয় করতে পারেন।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: SamSung, Samsung Galaxy

Explore More Districts