দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে: আব্দুস সবুর এমপি – Ajker Comilla

দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে: আব্দুস সবুর এমপি – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

আগস্ট ১, ২০২৪


news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতায় নিহতদের স্বরণে দাউদকান্দিতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার(১আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দি সদরে আওয়ামী লীগ অফিস থেকে এ শোক মিছিলটি সদরের বিভন্ন সড়ক পদক্ষিন করে।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাসেল স্কয়ার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন- এদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, আর কোটা আন্দোলনের নামে সহিংসতা করে ৯০ হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। কোটা আন্দোলনের নামে এই ধ্বংস লীলা চালিয়ে অকার্যকর রাষ্ট্র বানাতে চাচ্ছে। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনসহ দেশ প্রেমিক সবাই এই দেশকে বাঁচাতে হবে। জামাত শিবিরের জঙ্গিগোষ্টিকে সমূলে নির্মূল করে এদেশকে সামনে এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর আরও বলেন, আন্দোলনের নামে আমাদের উন্নয়নের উপড় আঘাত এনেছে, আমাদের টিভি সেন্টারের উপর আঘাত এনেছে, আমাদের ডাটা সেন্টরের উপর আঘাত এনেছে, তারা আঘাত এনেছে মেট্রোরেলের উপর, তারা আঘাত এনেছে এ্যালিভেটেট এক্সপ্রেসের উপর। এই ডাটা সেন্টার নষ্ট করায় হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স আসা বন্ধ হয়েছে, অনলাইন ব্যাংকিং বন্ধ হয়েছে, এলসি বন্ধ হয়েছে । তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই, তার রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। মহান মুক্তিযুদ্ধে শহিদ ও ইজ্জত হারানো মা বোনদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। তারা এই রাষ্ট্রকে ভঙ্গুর করার জন্য আন্দোলন করেছে, তারা এই রাষ্ট্রকে পিছিয়ে দিতে চায়, তারা এই আগামী প্রজন্মকে পিছিয়ে দিতে চায়।

তাই ছাত্র-ছাত্রী ভাই-বোনদের প্রতি আবেদন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটা আন্দোলনের যৌক্তিক দাবীকে মেনে নিয়েছেন। তিনি ছাত্র আন্দোলন ও রাজনীতি করেই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জানেন কার কি সমস্যা। সেই সমস্য উপলদ্ধি করেন বলেই ছাত্রদের দাবী মেনে নিয়েছেন। শিক্ষার্থীরা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু জামাত বিএনপির জঙ্গিগোষ্ঠী তথকথিত আন্দোলনের নামে দেশকে পিছিয়ে দিতে চায়।

লন্ডন থেকে তারেক জিয়ার হুকুমে জামাত শিবির দোতলা চারতলায় থাকা শিশু বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তার (তারেক জিয়া) নির্দেশ ছিল শত শত লাশ দরকার , তার নির্দেশ ছিল আগুন দিয়ে দেশে সম্পদ জ্বালিয়ে দেয়া। কিন্তু দেশে ছাত্র ছাত্রী ভাইয়েরা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে। তাই দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌছবো। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম রুহুল আমিন, সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার , বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল প্রমূখ।
































আর পড়তে পারেন













Explore More Districts