ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মুজাহিদ প্রজন্ম ও যুব ব্যবসায়ীদের নিয়ে বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মানে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) তালতলাস্থ এক কনফারেন্স হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ বদরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন, ইসলামী আন্দোনল সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ সিদ্দিকু রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমদ তপু, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ আলবাবুল হক চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, দেশের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকারে যুবকদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আজকের যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। আমাদের যত বড় বড় অর্জন সবই এসেছে যুব সমাজের হাত ধরে। তাই আজকের যুবসমাজ যদি মূল্যবোধের চর্চায় আত্মনিয়োগ করে এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয় তাহলেই একটি আদর্শভিত্তিক শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অতীতে মানুষ যুবসমাজের ওপর আস্থা রাখতো। কিন্তু একটি গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ, অবৈধ ক্ষমতালিপ্সা এবং ভোগবাদী মানসিকতার কারণে তারা মানুষের আস্থা হারিয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে হলে সৎ চরিত্রবান, মূল্যবোধ সম্পন্ন আল্লাহ ও রাসূল (সা.)-এর দ্বীন, শরিয়ত এবং দেশ ও জাতির কল্যাণ এবং মুক্তির আদর্শে বিশ্বাসী একদল মানবিক যুবক প্রয়োজন। তাই ফিলিস্তিন সহ বিশ্বের সকল মজলুমদের পক্ষে দাঁড়ানোর জন্য যুবকদের প্রস্তুত থাকার আহবান জানান।