দেশীয় ক্রিকেটারের কাঁধেই ‘নেতৃত্ব’ দিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশীয় ক্রিকেটারের কাঁধেই ‘নেতৃত্ব’ দিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

অভিজ্ঞ বিদেশি এবং স্থানীয় তারকা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আসন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব পাবে কে তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাইলেন না নাফিসা কামাল।

বিপিএলে ইমরুল কায়েসের লক্ষ্য
ইমরুল কায়েস। ফাইল ছবি

বিপিএলের অষ্টম আসরকে ঘিরে সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। আর এই ড্রাফটে তারকা ক্রিকেটারদেরই দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। লোকাল ক্রিকেটারদের মধ্যে দলে নেওয়া হয়েছে ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, পারভেজ ইমনদের।

Advertisment

তাছাড়াও বিদেশিদের মধ্যে ফাফ ডু প্লেসিস, মঈন আলী ও সুনীল নারাইনের মতো ক্রিকেটাররা। খুব শীঘ্রই দলটির অধিনায়ক কে হবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসন্ন আসরের জন্য অধিনায়ক হিসেবে দেশীয় ক্রিকেটারদেরই পছন্দ কুমিল্লার।

তবে দেশীয় ক্রিকেটারদের মধ্যে কার কাঁধে উঠবে নেতৃত্ব? ভাবা হচ্ছে ইমরুলের কাঁধেই হয়তো উঠতে পারে দলের নেতৃত্ব। এমনকি এই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না মুমিনুল, লিটনকেও। এই ইস্যুতে দলটির চেয়ারপার্সন নাফিসা কামাল বলেন,

“সেটা এখনও নিশ্চিত নয় (ইমরুলকে অধিনায়কত্ব দিবে কী না)। তবে লোকালই কেউ অধিনায়ক হবে এতটুকু নিশ্চিত। এই মুহূর্তে কে ক্যাপ্টেন্সি পাবে তা বলাটা আমাদের জন্য একটু কঠিন।”

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিজা

প্লেয়ার্স ড্রাফটে অন্য দলগুলোর চেয়ে বেশ গুছালো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল। যে কারণে দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাফিসা কামাল।

“বিপিএল ড্রাফটে তো সাত বছরে এই প্রথম শুরুতে কল পেলাম। তো এটাও একটা বড়ই পাওয়া। এছাড়াও দল নিয়ে যে প্রত্যাশা ছিল আমি মনে করি ৮০ শতাংশ পূরণ করতে পেরেছি। তাই সন্তুষ্টই বলা যায়।”

উল্লেখ্য, বিপিএলের ৬ষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানোর মধুর রেকর্ড রয়েছে ইমরুল কায়েসের। তাঁর অধীনে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিতে কুমিল্লা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts