দেশটা হলো মায়ের মতো

দেশটা হলো মায়ের মতো

বাংলা: বিস্তৃত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: ‘দেশ হলো মায়ের মতো।’—দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

উত্তর: মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র ইত্যাদি সবকিছু নিয়েই দেশ। তাই দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ–মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, তেমনই দেশও আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এ কারণে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে।

প্রশ্ন: শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের কী হতো, ব্যাখ্যা করো।

উত্তর: শিয়াল হাতিকে শাস্তি না দিলে তাদের পরিণাম হতো ভয়াবহ। বনের কোনো প্রাণী হাতির অত্যাচার থেকে রেহাই পেত না। তখন বনের সবার জীবন বিপন্ন হয়ে পড়ত। সর্বোপরি, শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের অশান্তি দূর হতো না।

Explore More Districts