দেব-কোয়েলকে দেখে শৈশবে ফিরলেন অনুরাগীরা

দেব-কোয়েলকে দেখে শৈশবে ফিরলেন অনুরাগীরা

দেব-কোয়েলকে দেখে শৈশবে ফিরলেন অনুরাগীরা
ওপার বাংলার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও কোয়েল। একসঙ্গে তারা দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ছবি। বহু আইটেম গানের প্রিয় মুখও তারা। একটা সময় দেব-কোয়েল মানেই যেন ছিল ‘মন মানে না’, ‘পাগলু’, ‘ও মধু’র মতো মিউজিক ভিডিও। সে সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই জুটিকে আজও ভুলতে পারেনি মানুষ।

Explore More Districts