দেবী দুর্গা কৈলাসে ফিরবেন আজ, সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা!

দেবী দুর্গা কৈলাসে ফিরবেন আজ, সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা!

২ October ২০২৫ Thursday ১:০৯:৩৩ PM

Print this E-mail this


অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

দেবী দুর্গা কৈলাসে ফিরবেন আজ, সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা!

ঝালকাঠিতে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। আজ বৃহস্পতিবার বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে (স্বামীগৃহে) ফিরে যাবেন। গতকাল বুধবার মহা নবমীতে ঝালকাঠি শহরের মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের তালে বাজানো হয়েছে ঢাক। 

আজ বৃহষ্পতিবার বিজয়া দশমীতে বিদায় নিবেন মা দুর্গা।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা পাঁচদিনের আনন্দ উৎসবের পর আজ বৃহষ্পতিবার দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

ঝালকাঠি শহরের বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায়, ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts