দেওয়ানগঞ্জ গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন পালন উপলক্ষে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন পালন উপলক্ষে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জ গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন পালন উপলক্ষে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বীর হল্কা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে ইএসডি র উদ্যোগে গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন পালন উপলক্ষে এক মানব বন্ধনের আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, সুইডেন সরকারের অর্থায়নে বে সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন ২০২৫ পালন উপলক্ষে এক মানব বন্ধন , র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডাঃ এনামুল হক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ইএসডিও র প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, মৌসুমি কিবরিয়া সহ অন্যান্য।


Explore More Districts