দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিলে দেশিও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিলে দেশিও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিলে দেশিও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর



রশীদুল আলম শিকদার : ঈদকে সামনে রেখে শুরু হয়েছে মাদকের রমরমা ব্যবসা। গত ২২ মে বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলা কাঠার বিল বাজারের উওর পাশে মনির লাল চৌকিদার এর নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ৯৬ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ৭জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ভানুরবি দাস (২৮) ,পিতা-বিশুয়ারবি দাস, গ্রাম-শেরাতলি, দিপ চান (৩১), পিতা-রহন রবি দাস, গ্রাম-উত্তর কাঠার বিল, সুবাস (১৯), পিতা-রামদুলার, গ্রাম-উত্তর কাঠার বিল, রুকুমনি (২২), স্বামী-সুশীল রবিদাস, গ্রাম-উত্তর কাটার বিল, শিখা দাস (৩০), স্বামী-কালার রবিদাস, গ্রাম-উত্তর কাটার বিল, ফেলানি দাস (৫৫), স্বামী-মৃত ভুট্টু দাস, গ্রাম-উত্তর কাটার বিল, পন্নী দাস (১৯), স্বামী-বিষ্ণু রবিদাস, গ্রাম-উত্তর কাটার বিল, সর্ব-থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোঃ আব্দুস সামাদ এর কাছে আটককৃত আসামিদের হস্তান্তর করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা যায়।


Explore More Districts