দেওয়ানগঞ্জে বিশ্ব খাদ্য নিরাপদ দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে বিশ্ব খাদ্য নিরাপদ দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে বিশ্ব খাদ্য নিরাপদ দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : ফুড সেফটিঃ সায়েন্স ইন এ্যাকশন প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ^ খাদ্য নিরাপদ দিবস পালিত হয়েছে। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন প্রজেক্ট) জেসমিন প্রজেক্ট ইজ সাপোর্টেড বাই দ্যা অষ্ট্রেলিয়ান গভর্মেন্ট থ্রো দ্যা অষ্ট্রেলিয়া এনজিও কো অপারেশন (এএনসিপি) কর্তৃক পরিচালিত উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ^ খাদ্য দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে জামিরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আলমগীর আজাদ, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিষ্ট্রিক কো-অডিনেটর মোঃ শরিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, বুরো বাংলাদেশের ডাঃ মেহেরুন নেছা, উন্নয়ন সংঘের বিডিও সাখাওয়াত হোসেন, বিডিও বাবুল মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপ-খাদ্য পরিদর্শক টপি রানী সাহা, বুরো বাংলাদেশের মামুনুর রশিদ, বেইস ম্যানেজার তাহেরুল ইসলাম, আদর্শ কৃষক বিকাশ চন্দ্র সাহা অন্যান্য। এতে অংশ গ্রহণ করেন উৎপাদক দলের সদস্যবৃন্দ। বক্তাগণ বিশ^ খাদ্য নিরাপদ দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।


Explore More Districts