খাদেমুল ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দুঃস্থ নারী পুরুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার বাদেশশারিয়াবাড়ী আজিম নগর গ্রামে চিকিৎসা ক্যাম্প ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের ভার্চুয়্যাল উদ্বোধন করেন, প্রধান অতিথি মোহাম্মদ গোলাম মোস্তফা (উপ-সচিব) পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ। বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিহাদ সরকারের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান তমাল, ডাক্তার জাওয়াদুল আজিম নিখিল, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবারের সাবেক সভাপতি দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি খাদেমুল ইসলাম, সাবেক কমিশনার রঞ্জু আহমেদ, আব্দুল কুদ্দুছ সহ অন্যান্য। ঐ দিন ২২ জন দুঃস্থ অসহায় নারী পুরুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং ৩ শতাধিক চক্ষু রোগীর বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।