দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতালের ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতালের ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতালের ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম ; হযরত শাহ জামাল (র.) জেনারেল হাসপাতাল ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সদ্য প্রতিষ্ঠিত ডিডিএফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ¦ মোঃ আশরাফুল ইসলাম বুলবুল বলেছেন, জামালপুরের দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা টাকা কামাবার উদ্দেশ্যে করা হয়নি। সর্বশ্রেণী মানুষের উন্নত স্বাস্থ্য সেবাদানের লক্ষ্যে। এ এলাকা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। যুগের পর যুগ নদ-নদীর ভাঙ্গন, অকাল বন্যা, খরা সহ নানা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হয় এখানকার মানুষ। তাদের স্বাস্থ্য সেবা নিতে যেতে হয় জেলা শহর, বিভাগীয় শহর এবং কী রাজধানী ঢাকাতে। এতে করে, তাদের অনেক সময় ও অনেক অর্থ ব্যয় হয়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে তাদের কষ্টের শেষ থাকে না। আমি এই দেওয়ানগঞ্জের সন্তান। দীর্ঘদিন ধরে আমার লালিত সপ্ন ছিল দেওয়ানগঞ্জে একটি উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠা করে মানুষের সেবা করে যাব, যা ব্যবসায়ীক উদ্দেশ্যে নয়, মানব সেবার লক্ষ্যে। তিনি উপস্থিত শত শত নানা পেশাজীবি মানুষের কাছে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার উদাত্ব আহবান জানান। ১৯ মার্চ বুধবার দেওয়ানগঞ্জ কালিকাপুর পৌর শহরের মাদ্রাসা রোডস্থ ডিডিএফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের ৫ম তলায় আয়োজিত ইফতার মাহফিল দোয়া ও এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ঐদিন প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল আহবায়ক মোঃ মঞ্জু হোসেন, ডিডিএফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাহাদুরাবাদ ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মোঃ জহুরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, পৌর জামায়াত আমীর আতিকুর রহমান সহ অন্যান্য। ইফতার মাহফিল ও আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক সহ নানান পেশাজীবি উপস্থিত ছিলেন।


Explore More Districts