দেওয়ানগঞ্জে জেন্ডার নারীর মানবাধিকার ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে জেন্ডার নারীর মানবাধিকার ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে জেন্ডার নারীর মানবাধিকার ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ – দৈনিক আজকের জামালপুর



দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) জেন্ডার নারীর মানবাধিকার ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে ইএসডিও’র প্রজেক্ট অফিসার শাহানা পারভীনের সঞ্চালনায় আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন, উন্নয়ন সংঘ এর সাব ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ শরিফ উদ্দিন। এতে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ সরকারি একেএম কলেজের প্রভাষক মোঃ আবু হানিফ, ইএসডি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ আঃ বারী সরকার, সিনিয়র সাংবাদিক খাদেমুর ইসলাম, হাসপাতালের পরিসংখ্যাবিদ মোঃ আল আমিন হাসান সহ অন্যান্য। কর্মশালায় ইএসডিও’র বিভিন্ন গ্রুপের ৩০ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন।


Explore More Districts