খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। মাজহারুল ইসলামকে সভাপতি, সাকিবুল্লাহ সিয়ামকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ নাঈমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। ১২ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুর ৩টায় উপজেলা শহরের জামিয়া ইসলামিয়া দারুল উলুম প্রাঙ্গণে মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাকিবুল্লাহ সিয়ামের পরিচালনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে। মাজহারুল ইসলামকে সভাপতি, সাকিবুল্লাহ সিয়ামকে সাধারণ সম্পাদক ও আব্দল্লাহ নাঈমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক- মাহদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সংগ্রামী সংগঠনিক সম্পাদক মুফতি সোলায়মান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে আকাবিরদের জীবনী মুতালাআ করতে হবে। আর মুতালাআ করে তার নিজের জিন্দেগীতে ফিট করতে হবে। এছাড়া ও দেশ জাতি ও মুসলিম উম্মাহর নেতৃত্ব বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন তিনি। পরিশেষে ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রোগমুক্তি ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি সোলাইমান। উক্ত সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আকরামুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার সমন্বয়ক ছাত্র নেতা জনাব সৌরভ এবং নাসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, মাওলানা এমদাদুল্লাহ- সাধারণ সম্পাদক দেওয়ানগঞ্জ উপজেলা জমিয়ত, মুফতি আব্দুল ওয়াহাব- সাধারণ সম্পাদক মেলান্দহ পৌর শাখা জমিয়ত, মুফতি বেলাল হোসাইন- সাংগঠনিক সম্পাদক দেওয়ানগঞ্জ উপজেলা জমিয়ত, মুফতি সাঈদ আহমদ- সাংগঠনিক সম্পাদক মেলান্দহ পৌর শাখা জমিয়ত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তে সভাপতি- মোবারক হোসাইন কাসেমী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক- ছাত্রনেতা মাহদী হাসান, সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান ইয়ামিন, প্রচার সম্পাদক – নাঈমুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।