দেওয়ানগঞ্জে গ্লোবাল ডে অফ ক্লাইমেট এ্যাকশন পালন উপলক্ষে মানবন্ধন – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে গ্লোবাল ডে অফ ক্লাইমেট এ্যাকশন পালন উপলক্ষে মানবন্ধন – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে গ্লোবাল ডে অফ ক্লাইমেট এ্যাকশন পালন উপলক্ষে মানবন্ধন – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়খাল দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ২১ সেপ্টেম্বর শনিবার সকালে গ্লোবাল ডে অফ ক্লাইমেট এ্যাকশন ২০২৪ মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায়, সুইডেন সরকারের অর্থায়নে, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্লোবাল ডে অফ ক্লাইমেট এ্যাকশন ২০২৪ পালন উপলক্ষে এক মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জীবাশ^ জ¦ালানীমুক্ত ভবিষ্যতের জন্য লড়াই এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভায় বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ইএসডিও ফ্যাসিলিলেটর মৌসুমী রানী, ফ্যাসিলিলেটর ফেন্সি আক্তার, যুব দলের পক্ষে বিজয়, নারী দলের পক্ষে জোসনা, কিশোর কিশোরী দলের আরেফিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সুইডেন অধিবাসী জলবায়ু কর্মী ২০১৮ সালে জলবায়ু ন্যায্যতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যক্রম গ্রহণের লক্ষে সরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়ার জন্য এ আন্দোলন শুরু করে, তখন থেকে প্রতিবছর সেপ্টেম্বর ও মার্চ মাসে এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশে^র বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে। ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পালন করছে না। জলবায়ু পরিবর্তন কে মোকাবেলা করার জন্য গ্রীন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়েছে। সেখান থেকে ফান্ড পাওয়া আমাদের দেশের পক্ষে দুষ্কর ও সময় সাপেক্ষ। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।


Explore More Districts