দেওয়ানগঞ্জে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফজলুল হকের জন্ম বার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফজলুল হকের জন্ম বার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফজলুল হকের জন্ম বার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফজলুল হকের ৯৩তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারী ২০২৫। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ওস্তাদ ফজলুল হক শিল্পী গোষ্ঠীর সভাপতি রেডিও টেলিভিশনের জনপ্রিয় কন্ঠ শিল্পী ফায়জুল হক বিজয় ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদা আক্তার স্বপ্না এ সাংবাদিককে জানান, ফারজানা হক ঈমনের সার্বিক ব্যবস্থাপনায় ওস্তাদ ফজলুল হক মরনোত্তর একুশে পদক ১৯৯৩ এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ওস্তাদ ফজলুল হক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদেক আক্তার নেওয়াজী (টফি) ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, উপমহাদেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী মুজিব পরদেশি। ওস্তাদের জন্ম স্থান দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর সরকারপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট কথা সাহিত্যক ও গীতি কবি জামাল রেজা, উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ আঃ রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মঞ্জু হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায় ফারুক হোসেন সহ অন্যান্য। ওস্তাদ ফজলুল হকের জীবনী নিয়ে আলোচনা করবেন মুজিব পরদেশি, অধ্যক্ষ সরকার শাহীন ও রেডিও টিভি সংঙ্গীত শিল্পী মোঃ লিয়াকত আলী।


Explore More Districts