খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা ও দিবসের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কন্যা শিশুদের শিক্ষার অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা বৈষম্য থেকে সুরক্ষা, বাল্য বিবাহের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা। প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষে সোমবার দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রকল্পটি জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইনপ্রুভড মিউটিউশন জেসমিন প্রকল্প অষ্টেলিয়ান সরকারের সহায়তায় অষ্টেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামে (এএনসিপি) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ সেলিম মিয়া। উন্নয়ন্ন সংঘ জেন্ডার ডিজিষ্টার এন্ড ক্লাইমেট চেইঞ্জ অফিসার মনোয়ারা পারভীনের সঞ্চালনায় ১৪ অক্টোবর সোমবার সকালে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দেওয়ানগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ সাব-ডিস্ট্রিক কো-অর্ডিনেটর শরিফ উদ্দিন, জেসমিন প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাখাওয়াত সরকার, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, টেকনিক্যাল এন্ড বিএম কলেজের মানব সম্পদ ব্যবস্থাপনা প্রভাষক মাহফুজুর রহমান, এনজিও প্রতিনিধি বেইজ এর মোঃ আঃ রশিদ, স্বাস্থ্য সহকারি খাইরুন্নাহার সহ অন্যান্য। ঐদিন শুরুতে কোরআন পাঠ করেন, হাফেজ মোঃ মুক্তার উদ্দিন। শেষে দিবসের উপর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানে নুপুর আক্তার, ২য় আশা মনি, ৩য় শামিমা আক্তার বিজয়ী হোন। এছাড়া আরো ৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে শান্তনা পুরস্কার লাভ করেন।