সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
“সাদাছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি বলেন, আমি কিছু দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের বক্তব্যের সূত্র ধরেই বলি এটা পুরোপুরি সত্য নয় যে আপনারা সরকারি সুবিধা পান না। যেমন আমাদের ওএমএস প্রকল্পে সবার জন্য চাল উন্মুক্ত, যেখানে বাজারের তুলনায় অনেক কম দামে তা পাওয়া যায়। ঈদ উপলক্ষে ভিজিএফের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সহায়তাও দেওয়া হয়। আমি সব ইউএনও ও চেয়ারম্যানদের নির্দেশ দেবো, যেন দৃষ্টি প্রতিবন্ধীরা এসব সুবিধা নিশ্চিতভাবে পান।
তিনি আরও বলেন, আজকের এই সাদাছড়ি শুধুমাত্র একটি লাঠি নয়, এটি প্রতীকি দায়িত্ববোধের প্রতীক। একজন দৃষ্টি প্রতিবন্ধী যখন রাস্তা পার হতে চান, এই ছড়িটি আমাদের মানবিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। হাসপাতাল, অফিস, কিংবা জনসমাগমে সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা সৃষ্টি করে।
জেলা প্রশাসক আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে যাদের সাদাছড়ি বা সানগ্লাস নেই, তাদের তালিকা আমার কাছে পৌঁছে দিন। আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করব। সরকারি চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগের সুযোগ আছে— সমাজকেও এ বিষয়ে সচেতন হতে হবে। আজ যারা চোখে দেখতে পান, তাদের বলবো— আশেপাশের দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাঁড়ান। চাঁদপুর জেলায় তালিকাভুক্ত ৭৬৬৬ জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন। তাদের কেউ যেন সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকর্তা- সুমন চন্দ্র নন্দী এর সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি- ডা. আব্দুল্লাহ আল জোবায়ের, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ এবং প্রেসক্লাব সভাপতি- রহিম বাদশা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট মো. মেহেদী হাসান।
সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পাশাপাশি বি.এন.এস মাজহারুল হক চক্ষু হাসপাতালের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী চলাচলের অধিকার স্বীকৃতি দেয়। পরবর্তীতে ১৯৫১ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার দিনটিকে “White Cane Safety Day” হিসেবে ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার/
১৫ অক্টোবর ২০২৫