দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

করোনা মহামারীর কারনে দেড় বছরের অধিক সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এই ঘোষণা দেন। বক্তরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সুনাগরিক গড়ার কারখানা। অথচ দেড় বছরের অধিক সময় ধরে বন্ধ আছে।

অথচ ব্যাংক, অফিস আদালত সব খোলা তাই শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেওয়া হবেনা। এরপর মানবন্ধনে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার জন্য সরকারকে আহ্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনেও হুশিয়ারিও দেওয়া হয়।

মানবন্ধনে সভাপতিত্ব করেন ইসলামি অন্দোলন বাংলাদেশের জেলার সহ সভাপতি ফয়সাল হোসেন মণি। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা মুরশিদ আলম প্রমুখ।

Explore More Districts