দুর্নীতি, সন্ত্রাস, মাদক সুশাসিত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই। আর সৎ ও যোগ্য নেতৃত্বের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীল বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত সমর্থীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
তিনি বলেন, ‘সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব। যেই দলের আমির ও সেক্রেটারি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও দুই পয়সা দুর্নীতি করেনি, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই, সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দেবে।’
বৃহস্পতিবার (১৩মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া স্বরুপদাহ, নারায়ণপুর ও হাকিমপুর ইউনিয়নের আয়োজনে হাকিপুর স্কুল মাঠের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের এই নেতা আরও বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা বৃটিশদের ২০০ বছরের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে পাকিন্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। সবশেষ ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে সেই স্বাধীনতা যেন হুমকির মুখে না পড়ে। এজন্য সকলকে এক হয়ে দেশের স্বার্থে কাজ কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ জাতিকে কোনো অপশক্তি পরাজিত করতে পারেনা।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরতে হবে। পক্ষপাতিত্বের সাংবাদিকতা পরিহার করতে হবে।
সুকপুকুরিয়া ইউনিয়নের আমীর আব্দুল আলিমের পরিচালনায় বক্তৃতা করেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. মিজুনুর রহমান, সকিনা আদ্বীন মেডিকেল কলেজের পরিচালক ডা. ইমদাদুল ইসলাম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী মাও. নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী রহিদুল খান, মাষ্টার কামাল আহমেদ বায়তুলমাল সম্পাদক মাস্টার ইমদাদুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সেক্রেটারী আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌগাছার সভাপতি তুহিনুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন জামায়াতের আমীল সুলাইমান, পাতিবিলা ইউনিয়ন জামায়াতের নেতা মিজানুর রহমান, হাকিমপুর ইউনিয়ন জামায়াতের নেতা আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিনউদ্দীন, স্বরুপদাহ ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকক্কর সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েক হাজার কর্মী ও সমর্থক।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।