- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে ভাবীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা চেষ্টা
দুর্নীতিবাজ সায়মা খানমের কারণেই নবীগঞ্জ গালর্স স্কুলের ফলাফল বিপর্যয়
- আপডেট টাইম : জুলাই, ১১, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
- 76 পড়েছেন
স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় ঘটেছে। ফলাফল বিপর্যয়ের জন্য স্থানীয়রা স্কুলের বর্তমান অধ্যক্ষ সায়মা খানমকে দায়ি করছেন।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালে নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ২২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১৫জন এবং ফেল করেছে ১০৯জন শিক্ষার্থী। পাশের হার ৫১.৩৪ শতাংশ। এবার উপজেলায় ২৩টি স্কুলের মধ্যে ১৮তম হয়েছে নবীগঞ্জ গালর্স স্কুল।
এদিকে সায়মা খামনের খামখেয়ালিপনা, সীমাহিন অনিয়ম-দুর্নীতির কারণেই চলতি বছরের ফলাফল বিপর্যয়, এমনটাই বলছেন এলাকার শিক্ষানুরাগী সচেতনমহল। তাছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি নানাবিধ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় আজ প্রশ্নবিদ্ধ। বিগত সময়ে বিদ্যালয়ের অনুদানের টাকা আত্মসাতের ঘটনায় পুরো এলাকায় তোলপাড় শুরু হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। যার কারণে নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় কারণে পুরো নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের পদত্যাগ দাবি করেছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষার্থীরা জানান, শুধুমাত্র অধ্যক্ষ সায়মা খানমের কারণেই স্কুলের ফলাফল খারাপ হচ্ছে। কারণ তিনি শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের গর্ভনিংবডির সাথে অশোভন আচরণ করেন। তার বিরুদ্ধে পত্র-পত্রিকায় একাধিকার সংবাদ প্রকাশও হয়েছে, তার জন্য পুরো স্কুলের দূর্নাম হচ্ছে।
এলাকার সচেতনমহল নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষা মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।