নকিয়া বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে দুটি দেশে তৈরি বাজেট ফোন, যার একটি মিড-রেঞ্জ ক্যাটাগরিতে পড়ছে। এই দুটি মডেলই দেশের অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত। ফোনগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং আকর্ষণীয় উপহার।
Nokia C32: শক্তিশালী ক্যামেরা ও গ্লাস ব্যাক ডিজাইন
Nokia C32 মডেলটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজুলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। ক্যামেরা বিভাগে রয়েছে:
- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি রিয়ার ক্যামেরা
- ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারিচালিত এবং এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটি ৭ জিবি র্যাম ও ৬৪ জিবি রমে চালিত হওয়ায় এটি একবার চার্জে চলবে টানা ৩ দিন পর্যন্ত।
ফোনটির ডিজাইনে আছে গ্লাস ব্যাক, যা এই দামের রেঞ্জে প্রথম বলে দাবি করেছে কোম্পানিটি।
কালার অপশন: ক্যারোকাল ব্ল্যাক ও অটাম গ্রিন
মূল্য: ১৩,৪৯৯ টাকা
উপহার: নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস
Nokia C22: মজবুত বডি ও লং লাস্টিং ব্যাটারি
Nokia C22 মডেলটিতেও রয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে এবং ৭২০x১৬০০ পিক্সেলের রেজুলিউশন। ক্যামেরা সেটআপে থাকছে:
- ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা
- ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম।
ডিভাইসটির বডি গঠনে ব্যবহার করা হয়েছে মেটাল শ্যাসি, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট, এবং পলিকার্বনেট ব্যাক।
কালার অপশন: ব্ল্যাক ও স্যান্ড
মূল্য: ৯,৯৯৯ টাকা
উপহার: টি-শার্ট ও এক্সক্লুসিভ এয়ারবাডস
অতিরিক্ত উপহার ও গ্যাজেটস
এই দুটি ফোনের সঙ্গেই থাকছে আরও কিছু এক্সক্লুসিভ গ্যাজেটস এবং অন্যান্য উপহার, যা ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে।