প্রকল্পের অংশ হিসেবে বিমানবন্দরের সামনের সড়কের মাঝবরাবর খুঁড়ে রাখা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী না থাকায় পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। নির্মাণ এলাকায় সড়ক অসমান, এবড়োখেবড়ো। ফলে যানবাহন, বিশেষ করে মোটরসাইকেলের চালকদের দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে।
নির্মাণাধীন প্রকল্প এলাকার কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, নির্মাণকাজের সময় যেসব প্রক্রিয়া মেনে চলার কথা, তার কোনোটাই এখানে অনুসরণ করা হয়নি। ঠিকাদার কী কী বিষয় মেনে কাজ করবেন, তা নির্ধারিত থাকে। এই অনুমোদিত প্রক্রিয়ায় কাজ চলছে কি না, তা দায়িত্ব প্রদানকারী সংস্থার পাহারা দেওয়ার কথা। এ ক্ষেত্রে তা হয়েছে কি না, সন্দেহ রয়েছে।