দুমকিতে গণঅধিকার পরিষদ নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

দুমকিতে গণঅধিকার পরিষদ নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

২৮ August ২০২৫ Thursday ১:০০:০৪ AM

Print this E-mail this


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকিতে গণঅধিকার পরিষদ নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকারের আহবায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ ওঠেছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ  ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিলঘুষি মেরে এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে বেড় করে বেধরক মারধর করতে থাকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।
মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহবায়ক মুন্নাজহির বেশ কয়েকদিন যাবৎ তার কাছে দল চালাতে খরচ লাগে এজন্য কিছু টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। বিষয়টি ইউএনওকে অবহিত করে এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নহে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

সচিবালয় অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জনদুর্ভোগের আন্দোলনে নাভিশ্বাস বরিশালে

বাকেরগঞ্জের সাবেক মেয়র ও আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

Explore More Districts