দুমকিতে অসুস্থ গরু জবাই: ২০ হাজার টাকা জরিমানা

দুমকিতে অসুস্থ গরু জবাই: ২০ হাজার টাকা জরিমানা

১৯ April ২০২৫ Saturday ৩:২৬:০৩ PM

Print this E-mail this


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকিতে অসুস্থ গরু জবাই: ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর দুমকিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে স্থানীয় একটি মাংসের দোকান ও গরুর প্রকৃত মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নূতন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখা যায়। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম (২৫)-কে আটক করে এবং জবাইকৃত গরুর পচা চামড়াসহ মাংস জব্দ করে।

স্থানীয় সূত্র জানায়, দোকান মালিক রনি মৃধার বিরুদ্ধে এর আগেও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। সে প্রায়ই চুপিসারে রোগাক্রান্ত গরু জবাই করে দোকানে বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে। এবারও অভিযানের সময় সে পালিয়ে যায়।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে দোকান মালিকের প্রতিনিধি হিসেবে আটক কর্মচারি জাহিদুল ইসলাম এবং গরুর প্রকৃত মালিক মো. রুস্তম আলীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করেছি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts