দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি আবু রায়হানঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং ২১আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার সরদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ম আহবায়ক দীপক চন্দ্র বর্মণ, ছাত্রলীগ নেতা সৌরভ ইসলাম, মৎস্যজীবীলীগ নেতা আলেফ উদ্দিন, মোহাম্মদ তোতা, সাগর মন্ডল প্রমুখ। সভা শেষে ১৫আগস্ট জাতির পিতা সহ শাহাদতবরণকারী সকলের রুহের মাগফেরাত সহ ১৭আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা এবং ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।